রংপুর ব্যুরো: | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 17 বার
সারা দেশের ন্যায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল ১৭ মার্চ শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। পরে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীন, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর জন্মদিন ও ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহ। রংপুর নগরীর টাউন হল ও শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবন দর্শন, আদর্শ, বর্ণাঢ্য কর্মজীবন ও শিশুদের প্রতি তার ভালোবাসা নতুন প্রজন্মের কাছে বিকশিত করতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel