বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রংপুরে ক্যান্সার,কিডনি ও হৃদরোগ চিকিৎসার নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন গণপূর্ত অধিদফতরে প্রধান প্রকৌশলী

আজম পারভেজ   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট

রংপুরে ক্যান্সার,কিডনি ও হৃদরোগ চিকিৎসার নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন গণপূর্ত অধিদফতরে প্রধান প্রকৌশলী

রংপুর ১৬০কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন ১৫তলা বিল্ডিংয়ে ৪৬০ শয্যাবিশিষ্ট ক্যান্সার,কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতার।

আজ শুক্রবার সকালে তিনি বহুতল ভবনের নির্মাণস্থলে পরিদর্শনে যান এবং কাজের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি জানান,আগামী ২০২৬ সালের জুনের মধ্যেই এ চিকিৎসা কেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর আগে তিনি নবথিয়েটার প্রকল্প পরিদর্শনও করেন।

এ সময় গনপূর্ত বিভাগের রংপুর অফিসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো:নাছিম খান,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান,নির্বাহী প্রকৌশলী সাকিউল আলম,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সহ উপ বিভাগীয় প্রকৌশলী সহকারী প্রকৌশলী উপ-সহকারী প্রকৌশলীরা সহ অনেকে উপস্থিত ছিলেন।এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে ১ একর ৩৭ শতক জমির ওপর অত্যাধুনিক এ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে।হাসপাতালের মূল ভবন নির্মাণের ৯২ কোটি টাকা। হাসপাতালটি গোছানোর কাজে ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা। এই হাসপাতালে রোগী বহন ও রোগীর আত্মীয়স্বজনদের চলাচলের জন্য থাকবে ছয়টি লিফট,২ হাজার কেজি ধারণক্ষমতাসম্পন্ন বেড লিফট থাকবে।

Facebook Comments Box

Posted ২:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins