টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | সোমবার, ২১ জুন ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের তাড়াশে জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ উপজেলা সংবাদদাতা সহ ৮জুয়ারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। সোমবার (২১জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মোস্তাফিজুর রহমান। আটককৃতরা হলেন, তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুত, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা, আমবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক একলাস হোসেন পিন্টু, নাসির হোসেন, আব্দুল বারেক, বেলাল হোসেন, মোস্তফা (২) ও বাহাদুর আলী। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার ভোররাতে পৌর বাজার এলাকায় তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতের নিজস্ব অফিস থেকে তাদের আটক করা হয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক সোমবার বিকালে জানান, র্যাব-১২ কতৃক তাড়াশ থানায় ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামীদের হস্তান্তর করার পরে মাত্রই আটককৃতদের আদালতে প্রেরণ করা হলো।
Posted ৯:০৪ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।