• শিরোনাম

    যুবলীগের উদ্যোগে পাবনায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    জামিল হোসেন পাবনা সোমবার, ১০ মে ২০২১

    যুবলীগের উদ্যোগে পাবনায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    apps

    করোনাকালীন চলমান লকডাউনের কারণে পাবনায় জেলা যুবলীগের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড এ ধারাবাহিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করছেন স্কয়ার পরিবার। চতুর্থ দফায় পৌর এলাকার রাঘবপুর, কালাচাঁদ পাড়া ও অনন্তবাজার এলাকার একহাজার পরিবারের হাতে তুলে দেয়া হয় খাদ্য সামগ্রীর উপহার। সোমবার (১০’ মে) সকাল সারে ১০ টার দিকে পৌর এলাকার ইমাম গাজ্জালী স্কুল মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তালিকা অনুসারে তুলে দেয়া হয় উপহার সামগ্রীর প্যাকেট। প্রতিটি প্যাকেটে প্রায় এক সপ্তাহের খাদ্য সামগ্রীর রয়েছে। এই কার্যক্রমের এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, স্কয়ার পরিবারের সদস্য অ্যাড. মোঃ আব্দুল হান্নান, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল মতিন খান, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদ হাজী শরিফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কানিজ ফাতেমা পুতুল, জেলা সেচ্চা সেবক লীগের সাধারন সম্পাদক ইঞ্জি: রুহুল আমিন প্রমুখ। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনি উপস্থিত কর্মহীন মানুষদের উদ্দেশ্যে বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রীর দেশরতœ শেখ হাসিনার ঘোষণা এই দেশের একটি মানুষও না খেয়ে থাকবেনা। করোনাকালীন ও ঈদ উপহার সরুপ দুস্থ্য কর্মহীন অসহায় পরিবারের মাঝে তালিকা করে আর্থিক সহযোগিতা করছে সরকার। আর আমরা পাবনা জেলা যুবলীগ প্রধানমন্ত্রীর সাথে একত্বত্তা প্রকাশ করে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে খাদ্য সামগ্রী বিতরণ করছি। বিগত দিনের মত এবারো আর্থিক সহযোগিতা প্রদান করছেন স্কয়ার পরিবার। পৌর এলাকার ১৫ টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নে কর্মহীনদের তালিকা করে এই খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে জানান তারা।

    বাংলাদেশ সময়: ১০:০১ অপরাহ্ণ | সোমবার, ১০ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ