| শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় মার্কিন নৌবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুইজন পাইলট নিহত হয়েছেন । যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে শুক্রবার এই তথ্য নিশ্চিত করা হইয়েছে।
জানা গেছে, টি-৬বি টেক্সান দুই নামক উড়োজাহাজটিতে দুইটি সিট ছিল । স্থানীয় সময় বিকাল ৫টার দিকে আলাবামার ফোলেতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
একটি টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর একটি বাড়িতে এবং কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। তবে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন কিনা সেটি জানাতে পারেনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।