
| শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক: করোনাভাইরাসের টিকা পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের তা নিতে বাধ্য করা হবে না বলে জানিয়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংক্রমণ এড়াতে মাস্ক পরার ব্যাপারে সিডিসির নতুন নির্দেশনার পর এ কথা বললেন জো বাইডেন। এমনকি করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানও জাকজমকপূর্ণ না হওয়ার প্রত্যাশা বাইডেনের।
ডেলাওয়ারের উইলমিংটনে দেওয়া এক বক্তব্যে জো বাইডেন বলেন, আমার শাসনামলে মার্কিন নাগরিকদের সঠিক কাজে আগ্রহী করার ব্যাপারে সব ধরনের কাজ করবো। তারা যখন সঠিক কাজটি করবেন, তা ভালো ফল বয়ে নিয়ে আসবে।
২০২১ সালের ২০ জানিয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। এ ব্যাপারে বাইডেন বলেন, সেদিন একটি অনুষ্ঠান হবে বলে আমার ধারণা। কিন্তু কিভাবে আয়োজনের প্রস্তুতি চলছে সে ব্যাপারে কিছু জানি না। আশা করছি করোনার কারণে সীমিত পরিসরেআয়োজন করা হবে। বেশি মানুষের ভীড় হবে না।
সূত্র: বিবিসি
Posted ১২:০৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।