– মাদারগঞ্জ উপজেলার অন্তর্গত ২ নং কড়ইচড়া ইউনিয়নের ১,২,৩ সংরক্ষিত মহিলা আসনে প্রার্থিতা চেয়েছিলেন মোছাঃ লায়লা আক্তার। সেই সুবাদে গত ২৩/১১/২১ ইং তারিখে মনোনয়ন পত্র ক্রয় করেন ও জমা প্রদান করেন ২৪/১১/২১ ইং তারিখে নির্ধারিত সময়ের একদিন আগে। ১ হাজার টাকা মূল্যের সোনালী ব্যাংকের চালান রশিদ, সিডি বাবদ ৫০০ টাকা মূল্যের ট্রেজারি চালান,লায়লা আক্তারের জীবন বৃত্তান্ত ২ জন প্রস্তাবকারী ভোটার তালিকা নাম্বার, এন আই ডি কার্ড ও ছবি সহ উনার শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি মোশারফ এর সাথে নথিভুক্ত করে রিক্রুটিং অফিসার এর কাছে প্রার্থিতা ফরম জমা প্রদান করেন,সেই সাথে রিসিভ কপি বুঝে নেন। পরবর্তীতে লায়লা আক্তারকে যাচাই-বাছাই এর জন্য ২৯/১১/২১ ইং তারিখে নির্বাচন অফিসের দ্বিতীয় তলায় ডেকে নিয়ে যাওয়া হয়।লায়লা আক্তার যাচাই-বাছাই পর্বে উত্তীর্ণ হয়। সেই সুবাদে রিক্রুটিং অফিসার প্রতীক দেওয়ার জন্য ১ টি মোঃ জামাল হোসেন চৌধুরীর সাক্ষাৎকার ও শিক্ষাদান করে এবং সাথে নির্বাচনী আচরণবিধি মালার বই লায়লা আক্তারকে প্রদান করে। হঠাৎ করে পরের দিন ৩০/১১/২১ইং তারিখে বিকেল ৪ টায় লায়লাকে ফোন করে নির্বাচন অফিসে ডাকে। পরবর্তীতে নির্বাচন কমিশন অফিসার ।