
রিপোর্টার খুরশীদ আলম | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব শেখ শাহিনুর রহমান সাহেবের নেতৃত্বে ১১ ডিসেম্বর ২০২১ শনিবার বিকাল ৪.৩০ ঘটিকার সময় যশোর জেলা গোয়েন্দা শাখার চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/মোঃ রইচ আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় যশোর জেলার শার্শা থানাধীন হরিশচন্দ্রপুর সাকিনস্থ জনৈক আহম্মদ আলীর বসত বাড়ির আঙ্গিনা হইতে ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। চিহ্নিত মাদক ব্যবসায়ী ১. মোঃ আসাদুজ্জামান (২৫), যশোর জেলার শার্শা থানা এলাকার কালিয়ানী গ্রামের মোঃ কিতাব আলীর ছেলে, ২. মোঃ সাইদুর রহমান (২২) একই জেলা ও থানার অগ্রভুলট গ্রামের আহম্মদ আলীর ছেলে। তাদের বিরুদ্ধে যশোর জেলা গোয়েন্দা শাখার এএসআই (নিঃ)/মোঃ ইমদাদুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে যশোরের শার্শা থানায় এজাহার দায়ের করেন।।
Posted ৩:১৫ অপরাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।