• শিরোনাম

    যমুনায় ২৪ঘন্টায় ৪৬সেন্টিমিটার পানি বৃদ্ধি

     টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: শনিবার, ০৩ জুলাই ২০২১

    যমুনায় ২৪ঘন্টায় ৪৬সেন্টিমিটার পানি বৃদ্ধি

    apps

    গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় ৪৬সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো পানি বিপদসীমার ১.৪১মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম। তবে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্ন এলাকা গুলো প্লাবিত হতে শুরু করেছে। অপরদিকে জেলার সদর, চৌহালী, শাহজাদপুর ও কাজিপুরের বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে গত কয়েক দিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী কয়েক দিন যদি পানি এভাবেই বৃদ্ধি পেতে থাকে তাহলে বিপদসীমা অতিক্রম করতে পারে।

    বাংলাদেশ সময়: ১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ