রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 38 বার
বুধবার (০৭/১২/২০২২-ইং) কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রায় অবস্থিত ০৭টি ইটভাটা অভিযান চালিয়েছে খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম আসিফুর রহমানের নেতৃত্বাধীন একটি টিম। অভিযানকালীন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাটা
ইটভাটা চালানোর দায়ে ৭টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক হাবিবুল বাসার ও পরিদর্শক কমলেস সরকারসহ কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়াও অভিযানে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
ইটভাটাগুলো হলো-
যদুবয়রা ইউনিয়নের আরিফুল ইসলামের মেসার্স এস আরবি ব্রিকস, বাকিব হোসেনের মেসার্স বাকিব ব্রিকস, জাহিদুল ইসলামের মেসার্স সিফাত ব্রিকস, মোঃ করিম শেখের সৈনিক ব্রিকস ও সামছুল আলমের মেসার্স নিয়াত ব্রিকস এবং ওসমান গণির সাগর ব্রিকস।
জানা গেছে, খুলনা পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক সকালে অভিযান শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় সাতটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও ভাটার ৩০ লক্ষ কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান জানান, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তবে অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১১:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel