ময়মনসিংহ গফরগাঁও উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে পিপিআর ও ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা আইসিটিআর ল্যাব মিলনায়তনে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা উন্নয়ন সহায়তাকারী (ইউডিএফ) মনির উদ্দিন নিশাত।
উপজেলা পরিচালন, উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়ন করছে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের ৩৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করছেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সার্বিক উন্নয়ন প্রচার ও উপকারভোগী মানুষকে ডিজিটাল পরিসেবা দিতে অবশ্যই কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। আশা করি কর্মশালার মাধ্যমে আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে।