ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত দুজন ডাকাত দলের সদস্য। এ সময় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।র্যাবের দাবি, বারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় র্যাব। র্যাবের সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দল। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে দুই ডাকাত আহত হয়। আহত অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।র্যাব-১৪–এর ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসাইন বলেন, নিহত দুই ডাকাতের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহত দুই র্যাব সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।