মোঃ শফিকুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে হেয় প্রতিপন্ন ও উন্নয়নকে বাধাঁগ্রস্থ করার লক্ষ্যে গতকাল ০৯ ফেব্রুয়ারী (বুধবার) দৈনিক সমকাল পত্রিকায় ” কালো টাকা সাদা করেও তিনি মন্ত্রী” শিরনামে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে ১০ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ ও বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ নাজিরপুর শাখার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে পিরোজপুর টু গোপালগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী এক সমাবেশ অনুষ্ঠিত হয়, উক্ত সমাবেশে আওয়ামীলীগের সিনিয়র নেতা শাহ আলম ফরাজীর সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা চঞ্চল কান্তি বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল, জেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা, শেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, তিমির হালদার তুহিন, মাটিভাংগা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু, শাঁখারীকাঠী ইউনিয়ন চেয়ারম্যান খালিদ হোসেন সজল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস, যুগ্ম আহবায়ক আল-আমীন প্রমুখ। এসময় বক্তারা পৃথক পৃথক বক্তৃতায় বলেন দৈনিক সমকাল পত্রিকায় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রীর বিরুদ্ধে একটি অসাধু কুচক্রিমহল টাকার বিনিময়ে হলুদ সাংবাদিক দিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সমকাল পত্রিকাটিকে নাজিরপুরে বয়কট ঘোষণা করেণ।বক্তারা আরো বলেন বিগত দিনে যারা ক্ষমতা পেয়ে অবৈধ উপায়ে অর্থবিত্তের পাহাড় গড়েছে দুদকের দারস্থ হয়েছে তারা আজ পিরোজপুর-১ আসনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে মাঠে নেমেছে যার কারণে আমাদের অহংকার সৎ যোগ্য জনপ্রিয় নেতৃত্ব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীমহাদয়ের বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে। দলের মধ্যে থাকা এই সকল অপপ্রচারকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, তা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।