শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে জেলা আওয়ামী লীগের মানববন্ধন

 নিজস্ব প্রতিনিধি   |   সোমবার, ০২ আগস্ট ২০২১   |   প্রিন্ট

ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে জেলা আওয়ামী লীগের মানববন্ধন

ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে জেলা আওয়ামী লীগের মানববন্ধন


আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে কিশোরগঞ্জে। জেলা আওয়ামী লীগ সোমবার (০২ আগষ্ট) সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজল প্রমুখ। মানববন্ধনে অংশ নেন দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনীতির শুদ্ধ পুরুষ। তাঁর স্থান ছিল কিশোরগঞ্জ তথা সমগ্র বাংলাদেশের মানুষের অন্তরে। প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের চেষ্টা আমাদের আবেগ ও অনুভূতিতে চরম আঘাতের মতো। এ বর্বরোচিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এড. জিল্লুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া। এ ছাড়া জেলা আওয়ামী লীগের বন এ পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনসহ অনেকেই কর্মসূচিতে অংশ নেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত¡রে পৌরসভার অর্থে নির্মিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালের নাম ফলক ভাঙচুর ও ম্যুরাল ভাঙচুরের চেষ্টা করে দুর্বৃত্তরা। ঘটনার ঐ রাতেই কিশোরগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পারভেজ নামে এক যুবককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

Posted ৪:২৬ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কবিতা
(581 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com