ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মোঃ নিজাম উদ্দিন নবীনগর | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মোল্লা গ্রামে নিরব এন্টারপ্রাইজের উদ্যোগে মোল্লা প্রিমিয়ারলিগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে মোল্লা গ্রামের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন রোমান আহমেদ এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নিরব এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ নিরব। মোহাম্মদ লোকমান হোসেন এর সভাপতিত্বে খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোহাম্মদ কামরুল হাসান মাস্টার। আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠিত ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলায় এলিভেন স্টার ক্রিকেট একাদশ ৭ উইকেটে হারিয়ে সহজেই জয় পায় কিংজম একাদশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের অধিনায়ক মো. শিহাব। টুর্নামেন্টের মূল উদ্যোক্তা মো. মোস্তাফিজুর রহমান তাপস মাস্টারকে পুরস্কৃত করেন নিরব এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ রোমান আহমেদ ও মোহাম্মদ সালাহউদ্দিন পুলিশ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।