শেখ সাইফুল ইসলাম কবির: | সোমবার, ০৩ মে ২০২১ | প্রিন্ট
বাগেরহাটের মোরেলগঞ্জে ৯১০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। আটককৃতরা হল ,কাচিকাটা গ্রামের সৈয়দ আলী খানের ছেলে জাফর খান(৫০) ও মঠবাড়িয়া উপজেলার আমরবুনিয়া গ্রামের মহারাজ মিয়ার ছেলে আরিফ মিয়া(২৮)। রবিবার বিকেল ৪টার দিকে পিরোজপুরের সীমান্তবর্তী মোরেলগঞ্জের মহিষপুরা বাজার এলাকা থেকে এদেরকে আটক করে। এ বিষয়ে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি খুলনার এএসপি সফিকুর রহমান বলেন, ইয়াবার একটি বড় চালান নিয়ে দুই ব্যক্তি মহিষপুরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফর ও আরিফকে ৯১০পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি মো. রমজান আলী বাদি হয়ে রবিবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
Posted ৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।