শেখ সাইফুল ইসলাম কবির: | বুধবার, ১৯ মে ২০২১ | প্রিন্ট
প্রথম আলো’র জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাব । বুধবার দুপুরে পুরাতন থানা রোডস্থ মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি একুশে টিভি প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম,দৈনিক যায় যায় দিন ও অবজারভার প্রতিনিধি এস.এম. সাইফুল ইসলাম কবির,সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি জামাল শরীফ, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, কিউটিভি ও দৈনিক জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, দৈনিক সংবাদ প্রতিনিধি গনেশ পাল, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, দৈনিক সংবাদপ্রতিদিন প্রতিনিধি এম. শাহজাহান খান,শেফালী আকতার রাখী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিও হেনন্তাকারী উপ-সচিব কাজী জেবুন্নেছার অপসারন, মিথ্যা মামলা প্রত্যাহার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে মোরেলগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ,সমাজসেবক ও সুধিজন সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করে।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।