শেখ সাইফুল ইসলাম কবির: | রবিবার, ০৯ মে ২০২১ | প্রিন্ট
বাগেরহাটের মোরেলগঞ্জে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে গাড়ি চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহা সড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে রাবেয়া বেগম(৫০) ইজি বাইকের ধাক্কায় নিহত হন। ৩ সন্তানের মা রাবেয়া বেগম পূর্ব শরালীয়া গ্রামের দাতের মাজন বিক্রেতা মন্টু তালুকদারের স্ত্রী।
এ বিষয়ে নিহতের মেয়ে ইতি আক্তার ও সুখী বেগম বলেন, খাবার পানি সংগ্রহের জন্য কলসী নিয়ে ব্র্যাক অফিসের দিকে যাবার সময় একটি যাত্রীবাহী ইজিবাইক তার মাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন তাকে তুলে হাসপাতালে পৌছে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হবার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৯ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।