জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ : | শনিবার, ০৩ জুলাই ২০২১ | পড়া হয়েছে 113 বার
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী পলি খাতুন (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার ৩মাস পূর্বে মোবাইল ফোনে বিয়ে হয় বলে নিশ্চিত করেছেন বহুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল শেখ। নিহত পলি খাতুন উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামের মোজ্জাম্মেল শেখের মেয়ে। শনিবার (৩ জুলাই) সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এরআগে, শুক্রবার গভীর রাতে ডুমুর ইছা গ্রামের পিতার বাড়ীতে এ ঘটনা ঘটে। বহুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল শেখ জানান, প্রায় ৩ মাস আগে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউজি ডাঙ্গারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস হাসানের সাথে অনলাইনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। তিনি আরও জানান, প্রবাসী স্বামীর সাথে মোবাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়কাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১০:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel