টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | বুধবার, ১৪ জুলাই ২০২১ | পড়া হয়েছে 190 বার
সিরাজগঞ্জের বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলাধীন পাটধারি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিরাজগঞ্জ বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বাসেত নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকালে বগুড়া নগড়বারি মহাসড়কে পাটধারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাসেত সিরাজগঞ্জ বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। প্রাথমিকভাবে বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের লমাধ্যমে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত হওয়া গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, বুধবার (১৪ জুলাই) সকালে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের পাটধারি নামক এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে কোন যানবহনের চাপায় তার মৃত্যু হয়েছে এটা কেউ বলতে পারেনি। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় এনেছি। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে যেটি জানতে পেরেছি নিহতের নাম অব্দুল বাসেত, তার গ্রামের বাড়ি হোরগাঁতি। তিনি বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমরা মোবাইলে তার পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কে জানিয়েছি। তারা আসার পর মৃতদেহটি সনাক্ত করা হবে। বি.এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম শেখ জানিয়েছেন, হাটিকুমরুল থানা থেকে ফোন পেয়েছি আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুুতি নিচ্ছি।
বাংলাদেশ সময়: ৯:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel