অনলাইন ডেস্ক | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 361 বার
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জে মোটরসাইকেল ও নৈশ কোচের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার চান্ডিবর্দি গ্রামের ইতালি প্রবাসী আনু সরদারের ছেলে ফয়সাল সরদার (২৭), সুন্দরদি গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে কলেজছাত্র আল আমিন ঠাকুর (২৫) ও লখাইড়চর গ্রামের শফি মিয়ার ছেলে ব্যবসায়ী লিয়াকত মিয়া (৩০)।
মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, একটি মোটরসাইকেলে করে ৩ যুবক মুকসুদপুর থেকে মুকসুদপুর ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। পথে কলেজমোড় এলাকায় ঢাকাগামী গোল্ডেনলাইনের একটি নাইট কোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলসহ ৩ আরোহীই বাসের সামনের অংশে আটকে যান। পরে আধা কিলোমিটার দূরে গিয়ে আরোহীরা ছিটকে পড়েন। এতে আল আমিন ঠাকুর ঘটনাস্থলেই মারা যায়। মুকসুদপুর হাসপাতালে মারা যান ফয়সাল আর ফরিদপুর নেওয়ার পথে মারা যান লিয়াকত।
ওসি বলেন, বাসটি ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার অতিক্রম পর মোটরসাইকেলে আগুন লেগে যায়। পরে সে আগুন বাসে ছড়িয়ে পড়ে। তবে বাসযাত্রীরা নিরাপদে নেমে যান। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বাংলাদেশ সময়: ৮:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel