| সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা:
বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র (আবহাওয়া অফিস)। এর প্রভাবে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে দুপুরের জোয়ারে বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বাড়ায় শহরের কুমারখালী এলাকায় রাস্তা তলিয়ে গেছে। এছাড়া নদীর পাড়ের নিম্নাঞ্চলের রাস্তা ও বাঁধ উপচে পানি ভেতরে প্রবেশ করছে।
থেমে থেমে হওয়া হালকা মাঝারি বৃষ্টিতে বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহণে তেমন কোন প্রভাব পড়েনি। ফলে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।