কামরুল ইসলাম , মনোহরদী | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | প্রিন্ট
আজ অষ্টম দিনে মেহমানখানায় অনাহারীদের ঢল নেমেছে। প্রায় সাড়ে ৪ শতাধিক মানুষকে ভুনাখিচুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়েছে। দুপুরে মুরগী দিয়ে পেটপুরে ভুনাখিচুড়ি খেয়ে আনন্দিত তারা। করোনা কালীণ এই লকডাউন চলা কালে অসহায় কর্মহীন অনাহারীরা বিনামূল্যে এক বেলা খাবার খেয় খুব তুষ্ট। এদিকে প্রতিদিনই বাড়ছে মেহমানখানার মেহমানের সংখ্যা। গত ০৩ আগস্ট প্রথম দিন তিন শতাধিক অনাহারী পেটপুরে খাওয়ার মধ্য দিয়ে এই মেহমানখানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেদিন এই মহতি কাজের উদ্ভোদন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী মোর্শেদ। এর পর থেকে এই মেহমান খানা পরিদর্শনে এসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন। এই মেহমানখানার প্রধান উদ্যেগতা নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ জানান, এ প্রেম কোন স্বার্থসিদ্ধির জন্য নয়। এ প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক। যেখানে নেই কোনো চাওয়া-পাওয়া , নেই কোনো স্বার্থ, আছে শুধুই ভালোবাসা। এই ভালোবাসা নিয়েই বেচে থাকতে চাই। দুপুর ১টা বাজার সাথে সাথে মেহমানখানার মেহমানদের আপ্যায়ন শুরু হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত। চেয়ার টেবিলে বসে আয়েশ করে খানাপিনা শেষ করে হাসিসুখে ফিরে যান সুবিদাবঞ্চিত এই মানুষগুলো। প্রতিদিন খাবার খেতে আসেন বাগেরহাটের হেলেনা বেগম। তিনি জানান, এখানের খাউন দাউন খুবঅই সুন্দর। মেঘ বিষ্টিতেও আঙ্গর কোনা অসুবিধা অয়না।উপরে ত্রীপলের পর আবার রংবেরঙের কাপর দিয়ে ছামিয়ানা টানানো। চেয়ার টেবিলে বইয়া খুব আরাম কইরা মজার খাওন খাইয়া আঙ্গর অনেক শান্তি লাগে। মেহমানখানায় উপস্থিত থেকে প্রতিদিন এ মহৎ কর্ম পরিচারনা করেন, নরসিংদী মডেল কলেজের গণিত বিভাগের প্রধান, অধ্যাপক মহসিন শিকদার, অধ্যাপক এস এইচ মিরন,অধ্যাপক সজীব মিয়া,প্রভাশক ইসলাম,নুর উদ্দিন বাদশা, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
Posted ৬:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।