
সোহাগ ইসলাম নীলফামারীঃ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
স্কুল ও মাদ্রাসার খেলোয়ারদের ফুটবল তারকা মেসি/নেইমারদের মত বিশ্ব সেরা ফুটবলার হবার স্বপ্ন দেখালেন আসাদুজ্জামান নূর এমপি। শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস-২০২৩ উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, শুধু ট্রফি বা চ্যাম্পিয়ন হলেই হবে না, শুধু দেশ সেরা নয়, বিশ্ব সেরা হতে হবে। মঙ্গলবার ৩১ জানুয়ারী বিকালে নীলফামারী বড় মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মাহামুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান দীপক চক্রবর্তী।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় সদর উপজেলার ৬টি অঞ্চলের বিভিন্ন ইভেন্টে বিজয়ী পুরস্কার বিতরণ করা হয়েছে।
Posted ৯:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।