• শিরোনাম

    মেধাবী শিক্ষার্থী বাঁচার আকুতিতে আর্থিক সহয়তা।

     একেএম নূরুল আমিন। শনিবার, ২৯ মে ২০২১

    মেধাবী শিক্ষার্থী বাঁচার আকুতিতে আর্থিক সহয়তা।

    apps
     সুন্দরগঞ্জ ভিডাব্লিউ ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী আহসান হাবিব ক্যান্সারে আক্রান্ত। অসহায় দরিদ্র পরিবারের পক্ষে বিশাল অর্থ ব্যয় একেবারেই অসম্ভব।দেশের জন্য মেধা অপরিহায্য।তাই আহসান হাবিবকে বাঁচাতে দেশের প্রত্যেক নাগরিকের সহয়তা হাত বাড়ানো  একান্তই কর্তব্য।নইলে বিনা চিকিৎসায় নিভিয়ে যাবে একটি জ্বলন্ত প্রদীপ।
    দেশের শীর্ষ স্থানে থাকা বিত্তশালী ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, অসহায় নিম্ন আয়ের হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী আহসান হাবিব বাঁচতে চায়।
    আপনারা মানবিক দৃষ্টি, আহসান হাবিবের প্রতি রাখুন, আপনাদের চায়ের খরচ দিয়ে আহসানকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনা সম্ভব।
    বাঁচার আশায় আহসান দেশের শীর্ষ স্থানে থাকা বিত্তশালী ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন করেছে।
    গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা পৌর এলাকার  (ডি.ডব্লিউ সরকারি কলেজের) মেধাবী শিক্ষার্থী আহসান হাবিব ক্যান্সারে  আক্রান্ত।
    অসহায়,  হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী আহসান হাবিবের বাবা, শেষ সম্বল তিন শতাংশ জমির উপর বসত বাড়ি টিও সন্তানকে বাঁচাতে বিক্রয় করেছেন।
    শেষ সম্বল টুকু হারিয়েও সন্তানকে বাঁচাতে পরিবার আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন।
    অনেক সময় ধরে থেরাপি দেয়ার পর ডাঃ মেজর জেনারেল আজিজুল ইসলাম সিদ্ধান্ত দিয়েছেন অতিদ্রুত অপারেশন করাতে হবে।  (যেহেতু হাঁটুতে ক্যান্সার)।
    ডাঃ মেজর জেনারেল আজিজুল ইসলামের চিকিৎসা নিয়ে ঢাকার মিরপুর ১৪ মার্কস হাসপাতালে থেরাপি শেষ করলেও ভালো ফলাফল আসেনি, ডাঃ মেজর জেনারেল আজিজুল ইসলাম জানিয়েছেন আহসান হাবিবের একটি পা কেটে ফেলতে হবে। অন্যথায়  তাঁকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করা যাবেনা।
    অসহায় পরিবারটি সন্তানের অপারেশন করানোর জন্য মানবিক ও অর্থিক সাহায্যের আবেদন জানান।
    আহসান হাবিবের সঙ্গে গণমাধ্যমকর্মীর কথা হলে তিনি জানান,
    মিরপুর ৬ আজমল হাসপাতালে ডাঃ আওলাদ হোসেন অপারেশনের মাধ্যমে তার একটি পা কেটে ফেলতে হবে।অর্থ না থাকায় বাধ্য হয়ে বিভিন্ন  পত্র-পত্রিকার মাধ্যমে মানবিক ও আর্থিক সাহায্যের আবেদন জানান।
    বর্তমান আহসানের পরিবার তাঁকে নিয়ে ঢাকার সাভার আশুলিয়া রয়েছেন।
    আহসানের মা গার্মেন্টস শ্রমিক ও বাবা দিন মজুর, সব মিলিয়ে ছেলেকে নিয়ে অসহায়ের মধ্যদিয়ে মানবেতর জীবনযাপন করছে।
    আপনারা আপনাদের সাহায্য পাঠাতে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আহসান হাবিবের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন।
    যোগাযোগ, বিকাশ, রকেট, নগত, 01746111989।

    বাংলাদেশ সময়: ১২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৯ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ