
স্টাফ রিপোর্টার | বুধবার, ১০ নভেম্বর ২০২১ | প্রিন্ট
মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বেপজার নতুন নির্বাহী চেয়ারম্যান
মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি,পিএসসি গত ৭ নভেম্বর বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)- এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন । তিনি মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, জির স্থলাভিষিক্ত হলেন। বেপজায় যোগদানের পূর্বে মেজর জেনারেল জিয়াউর রহমান ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিস কমাল্ডিং ( জিওসি) ছিলেন। এর আগে তিনি ভারতের নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পারন করেন । মেজর জেনারের জিয়াউর রহমান তার বর্ণাঢ্য কর্মজীবনে ব্যাটেলিয়ার লেভেলে বিভিন্ন পদি দায়িত্ব পার করেন। এছাড়াও তিনি হাইতি এবং সুদান জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।
Posted ৪:৩১ অপরাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।