• শিরোনাম

    মেঘনায় ধরা পড়ল ২৪ কেজির বাঘাইড়

    (নিজস্ব প্রতিনিধি) | শনিবার, ০৫ জুন ২০২১ | পড়া হয়েছে 133 বার

    মেঘনায় ধরা পড়ল ২৪ কেজির বাঘাইড়

    apps

    কিশোরগঞ্জের ভৈরব উপিজেলার মেঘনা নদীতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বাঘাইড়। শুক্রবার (৪ মে) সন্ধ্যায় জেলেরা মেঘনা নদী থেকে বাঘাইড়টি শিকার করে পার্শ্ববর্তী পুরোনো ফেরিঘাট এলাকার পলতাকান্দায় অবস্থিত নৈশ মৎস্য আড়তের নিয়ে যান। জানা গেছে, শুক্রবার বিকেলে ভৈরব মেঘনা নদীতে মাছ ধরতে যায় জেলেরা সেখানে সন্ধ্যার দিকে জেলেদের জালে ধরা পড়ে ২৪ কেজি ওজনের বিশালাকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রি করার জন্য ভেরবের পৌর এলাকার পলতাকান্দায় অবস্থিত নৈশ মৎস্য আড়তের নিয়ে আসেন জেলেরা। এ সময় মাছ বিক্রির জন্য দায়িত্বে থাকা ব্যবসায়ী ওমর ফারুক কেজিপ্রতি ৭৫০ টাকা দাম হাঁকায়। উৎসুক জনতা এ সময় মাছটি দেখতে ভিড় জমান। ভৈরবের এই আড়তের বিশেষত্ব বিস্তীর্ণ হাওরের মিঠাপানির মাছ। বিশেষ করে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা, নিকলী, হবিগঞ্জের লাখাই, সাল্লা, দিরাই, আজমিরীগঞ্জ, নেত্রকোনার হাওরের আহরিত মাছের বেশির ভাগ ট্রলারযোগে আড়তে এনে বাজারজাত করা হয়। আইড়, বোয়াল, বাইম, তারা বাইম, রুই, কাতলা, চিংড়ি, পাবদা, আলনি, মলা, ঢ্যালা, কাজলি, গুলশা, বেলে, টেংরা, শোল, গজার, কালবাউশ, শিং, কই, মাগুর, পুঁটি, বইছা, চান্দা, কাঁচকি মাছের জন্য বিশেষ সুনাম রয়েছে ভৈরবের এই আড়তের। সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত দুইটা পর্যন্ত কেনাবেচা হয় এ মৎস্য আড়তে।

    বাংলাদেশ সময়: ৮:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ