মুন্সিগঞ্জের গজারিয়ায় জমি বিরুধে পূর্ব সত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে একই পরিবারের ৫জনকে কুপিয়ে রক্তাক্ত জখম
মুন্সিগঞ্জের গজারিয়া থানার লস্করদী গ্রামে গত ১লা মার্চ মঙ্গলবার বিকেলে জমি বিরুধে পূর্ব সত্রুতার জেরে অতর্কিত হামলা চালিয়ে একই পরিবারের ১। জামান (৪৯) ২। মোঃ দেলোয়ার হোসেন রাজীব (৩০) ৩। আছিয়া বেগম (৪২) ৪। হাবিবুল্লাহ (৫৬) এবং মোজাম্মেল ৩৫)দ্বয়দেরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ থেকে জানা গেছে, একই গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ১। টিটু @টিপু (৪৫) ২। কামাল(৪০)। ৩। শফিকুল ইসলাম (৫৫) লোকমান মিস্ত্রীর ছেলে ৪। মোঃ ফারুক (৪৫) ৫।হোসেন (৪২) মোঃ ফারুকের ছেলে ৬। লিমন(২২) ৭। রিফাত (২০) ৮। নিলুফার ছেলে শাকিল (২১) ৯। টিটু @ টিপুর ছেলে রাতুল (১৯) ১০। কফিলউদ্দিন কসাইয়ের ছেলে হোসেন কসাই (৪৫) ১১। শফিকুলের ছেলে সুমন (২৫) ১২। বাবুলের ছেলে হাসান (২৫) ১৩। লোকমান মিস্ত্রির মেয়ে শিল্পী ১৪। মৃত নাজিম উদ্দিনের মেয়ে নিলুফা (৩৫) ১৫। বাবুলের স্ত্রী লিলি বেগম (৪৫) সহ অঞ্জাত আরো ৪/৫ মিলে মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে আহতদের বাড়ীতে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে একই পরিবারের পাঁচজনকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকাসহ এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি আই ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং বাড়ীর থাইগ্লাস ভাংচুর করে ও দুইটি মোটরবাইক ভাংচুর করে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। এসময় আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আহতদেরকে প্রাননাশের হুমকি দিয়ে বিবাদীগন ঘটনাস্হল থেকে দ্রুত চলে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় আহতদেরকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এব্যাপারে আহতদের পরিবারের কামরুল হক মিঠু বাদী হয়ে ভবেরচর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।