
নিজস্ব প্রতিবেদক: | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট
বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ তারিখ সকাল ০৯০০ ঘটিকা হতে ১৩৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন কান্দিপাড়া এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ৪২৮ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সার্জন লেঃ কমান্ডার আহমেদ রিফাত তাহমিদ, এএমসি ও সার্জন লেঃ জান্নাতুল ফেরদৌস, এএমসি উপস্থিত ছিলেন।
Posted ৫:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।