
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | প্রিন্ট
মুজিব বর্ষে দেশের ৫০টি রেলওয়ে স্টেশন আধুনিকায়নের কাজ শুরু
মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের যাত্রী সাধারণের আরামদায়ক ভ্রমণ নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের ৫০টি রেলওয়ে স্টেশনের জরাজির্ন প্লাটফর্ম নির্মাণের মাধ্যমে আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। এ ছাড়াও বঙ্গবন্ধু সেতুর পূর্ব-পশ্চিম অঞ্চলের সাথে মানুষের যোগাযোগের জন্য নতুন রেলওয়ে সেতু নির্মান, প্রতিটি স্টেশনে যাত্রীদের ট্রেনে উঠানামা সুবিধার্থে প্লাটফর্ম উচুকরণ, কিছু কিছু স্টেশন আধুনিকায়ন, ১০০টি রেলওয়ে গেরেজ মেরামত, ৮০০ কিলোমিটার রেল লাইন মেরামত করা হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ে ভ্রমনকে আরও আরাম দায়ক করতে যাত্রীদের কল্যাণে এই প্রকল্প হাতে নিয়েছেন। গতকাল সকালে জামালপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে এ সকল তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের সচিব মো. সেলিম রেজা। পরে তিনি জামালপুর রেলওয়ে স্টেশন, ইসলামপুর রেলওয়ে স্টেশন, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট নৌ টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, উপ-সচিব মীর আলমগীর হোসেন, মুহাম্মদ মাহবুবুল হক, অতিরিক্ত মহাপরিচালক অবকাঠামো সুবক্তগীন, জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবিরসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদারগণ ও স্টেশন মাস্টারগণ উপস্থিত ছিলেন।
Posted ৫:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।