নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ মে ২০২১ | প্রিন্ট
কিশোরগঞ্জের দুই শতাধিক পরিবহন শ্রমিক এবং সেলুনে কাজ করার নাপিত মুখে হাসি ফুটালো কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড। শুক্রবার (৭ মে) বিকেলে শহরের টেনিসকোর্ট মাঠে স্বাস্থ্যবিধি মেনে তাদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও বিসিবি’র ঢাকা বিভাগীয় পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এই ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে বেকার হয়ে পড়া, বাসশ্রমিক ও ক্ষৌরকারদের জন্য তার সংগঠনের ব্যানারে তিনি এই ঈদ উপহারের আয়োজনটি করেছেন। এ ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, এক কেজি লবণ ও এক কেজি মুড়ি দেওয়া হয়েছে। তিনি জানান, গত এক বছর ধরে করোনা দুর্গতদের মাঝে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত কিশোরগঞ্জ ও হোসেনপুর উপজেলা মিলিয়ে লক্ষাধিক মানুষকে এ ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে । এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আব্দুল কাদির মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, পিযুষকান্তি সরকার, সাংস্কৃতিক সম্পাদক ফরিদ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান প্রমুখ। পরে করোনা রোগীদের জন্য “সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেড” র পক্ষ থেকে একটি ফ্রি অ্যাম্বুল্যান্স সার্ভিস উদ্বোধন করা হয়। অ্যাম্বুল্যান্সটি করোনা রোগীদের সেবায় বিনামূল্যে ২৪ঘন্টা নিয়োজিত থাকবে।
Posted ৪:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।