মোঃমাহফুজুর রহমানবিপ্লব,ফরিদপুর প্রতিনিধি। | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
আওয়ামী লীগের একটি কূ-চক্র মহল, বীর মুক্তিযোদ্ধার পরিবার ও সন্তানদের কে নিয়ে ষড়যন্ত্র ও বিভিন্ন ভাবে হয়রানী করে চলছে বলে অভিযোগ করেন,বীর মুক্তিযোদ্ধা ছেলে মোঃ আলাউদ্দিন মোল্লা। তিনি সাংবাদিদের বলেন,আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান স্বনামধন্য ব্যাবসাহী ও একজন আঃলীগ নেতা। আমার পরিবারের বিরুদ্বে ও আমার বিরুদ্বে আঃলীগের একটি কূ-চক্র মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।আমার পরিবার আঃলীগ পরিবার,আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ কোরমান মোল্লা ছিলেন, মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক, ১৯৭৩ সনে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের একজন সহচর। শুধু তাই নয় তিনি ছিলেন বঙ্গবন্ধুর সমাজ কল্যান সমিতির প্রতিষ্ঠাদাতা, এবং ইউনিয়ন আঃলীগের সহ-সভাপতি। আমার বাবা জীবিত থাকা কালিন জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করতেন। তার সন্তান হিসাবে আমি মোঃ আলাউদ্দিন মোল্লা আমার বাবার আদর্শে রাজনীতি করি পাশাপাশি স্বনামের সাথে নীতি আদর্শ ঠিক রেখে ব্যাবসা বাণিজ্য করি। আলাউদ্দিন মোল্লা বলেন,আমি ফরিদপুর জেলা মাচ্চর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যাবসাহী ও ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন-আহ্বাহক,সেচ্ছায় রক্তদানদাতা বাঁধন এর কেন্দ্রনীয় উপদেষ্টা। বীর বাবার পাঁচ নম্বার ছেলে, আমি এস এস সি ২০০১,এইচ ২০০৩,অনার্স ২০০৭,মাষ্টাস ২০০৮।কলেজ জীবন থেকেই আমি আ’লীগ তথা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হই। বাবার সম্মান ধরে রাখার জন্য বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ সেবা মূলক কাজ করি এবং সর্বদা অসহায় মানুষের পাশে থেকে তাদের উপকার করার চেষ্ট করি। কখনো অন্যায় কাজ করি না অন্যয়ের সাথে আপস করি না। আমার পিতা ও পরিবারের যে স্বনাম আমার মরহুম পিতা মানুষের কাছ থেকে অর্জন করেছেন, সেই স্বনাম একটি কূ-চক্র মহল সমাজের কাছে হেয় করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে চলছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমাকে নিয়ে আমার পরিবার কে নানান ধরনের বানোয়াট, মিথ্যা, মন গড়া কথা বলে চলছে,এবং আমার কর্ম জীবনে বাঁধা সৃষ্টি করার পাশাপাশি আইন প্রশাসন দিয়ে হয়রানীর শিকার করছে।তাদের পথটা পরিষ্কার করার জন্য। যেন তারা তাদের অপকর্ম ঠিকমত চালিয়ে যেতে পারে। তিনি আরো বলেন, অতীতে জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন নির্বাচনে আমাকে জেলা আ’লীগ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি তা অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছি। কিন্তু আমার পরিবারের লোকজন আমি আ’লীগ তথা দলের একজন সক্রিয় কর্মী থাকা স্বত্ত্বেও আমার বিরুদ্ধে আঃলীগের মধ্যে থাকা একটি কূ-চুক্র মহল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।আমার বাবা ও আমি দীর্ঘদিন যাবদ ব্যাবসা এবং রাজনীতিগত ভাবে জড়িত হয়ে তিলে তিলে যে স্বনাম অর্জন করেছি, আমার বিরুদ্বে ও আমার পরিবারের বিরুদ্বে যারা ষড়যন্ত্র করে চলেছে আমি তাদের বিরুদ্বে আইনি প্রক্রিয়ায় যাব।
Posted ৭:২২ অপরাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।