আল মাসুদ লিটন, জামালপুর | রবিবার, ০৬ জুন ২০২১ | প্রিন্ট
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার যমুনার তীরে প্রায় ৭’শ একর জমির উপর দেশের সর্ববৃহত্ত ২০০ মেগাওয়াট শেখ হাসিনা সোলার পার্ক নির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছে।রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসন মিলনায়তনে অকৃষি প্রায় ৭’শ একর জমী দীর্ঘ মেয়াদি চুক্তি ও দলীল হস্তান্তরের আয়োজন করেন কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির পক্ষে জামালপুর জেলা প্রশাসক মোর্শেদা জামান ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের আওতাধিন বিদুৎ বিভাগের সচিবের পক্ষে রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড এবং বি আর পাওয়ার জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যৌথভাবে এই চুক্তি সম্পাদন করেন। নবায়নযোগ্য জ্বালানি প্রসারে মাদারগঞ্জের জোরখালি ইউনিয়নের কাইজার চর এলাকায় যমুনা নদীর তীরে শেখ হাসিনা সোলার পার্ক স্থাপনের জন্য আরপিসিএল’র প্রস্তাবিত ১০০ মেগাওয়াট গ্রিড টাইপ সোলার বিদ্যুৎ কেন্দ্র ও বি আর পাওয়ার জোন লিমিটেডের ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যৌথভাবে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। ধারণা করা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ বাস্তবায়ন করা হলে দেশের সর্ববৃহত সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সূত্রে জানা গেছে, জামালপুরে মাদারগঞ্জ উপজেলার যমুনা নদীর তীরে দেশের সবচেয়ে বড় সোলার কেন্দ্রটি স্থাপনে অর্থের যোগানে ঋণ দেবে ভারত সরকার। ২৫ বছর মেয়াদী এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিদ্যুতের চাহিদা অনেকাংশে পূরণ করতে স্বক্ষম হবে। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ১৮০টি পরিবারকেও পুনর্বাসন করার কথা বলা হয়েছে। আগামী জুলাই মাসের দিকে প্রকল্পস্থাপনে প্রাচির নির্মাণ কাজ শুরু করা কথা রয়েছে। প্রকল্পের জন্য প্রায় ৭শ একর অকৃষি খাস জমি ও দীর্ঘমেয়াদী চুক্তিপত্র বন্দোবস্ত করনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও জামালপুরের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এপির ঐকান্তিক প্রচেষ্টার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে মাদারগঞ্জ উপজেলা বাসী ও জামালপুর জেলাবাসীসহ দেশের মানুষ উপকৃত হবে। তাই মাদারগঞ্জ উপজেলাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মির্জা আজম এমপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।