
রফিকুল ইসলাম, কুষ্টিয়া : | শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নওপাড়া এলাকার মাঠের মধ্যে ধানক্ষেত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, দুপুর ১২ টার দিকে স্থানীয় রবিউল নামের এক ব্যক্তি মোবাইল ফোনে আমাদের জানালে দ্রুত পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
লাশটি উদ্ধারকালে দেখা যায় উক্ত নবজাতকটির নাক ও মুখের কিছু অংশ ক্ষত অবস্থায় ছিল। এ ব্যাপারে মিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।