রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মিরপুরে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মারফত আফ্রিদী

কুষ্টিয়া প্রতিনিধি:   |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট

মিরপুরে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মারফত আফ্রিদী

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। এতে মিরপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি তরুন সমাজ সেবক মারফত আলী (আফ্রিদী) কে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ১০ ধারা অনুসরণ করে ২৩ মার্চ’ ২০২৫ইং ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন পত্র জারি করেন যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান।

এছাড়াও পদাধিকারবলে প্রধান শিক্ষক আব্দুল মান্নান মহন সচস্য সচিব, আব্দুল আলিমকে সাধারণ শিক্ষক প্রতিনিধি ও আমিরুল ইসলামকে অভিভাবক সদস্য করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মারফত আলী (আফ্রিদী) তার প্রতিক্রিয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আমি এই ইউনিয়নের সন্তান, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। বিদ্যালয়টি নিয়ে অনেক আগে থেকেই আমার চিন্তা ভাবনা ছিল। সবার সহযোগিতায় অত্র বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ সকল উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতার কামনা করছি। আমি আপনাদেরকে নিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। এজন্য স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কামিরহাট গ্রামের গণ্যমান্যা ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা চাই।

নবনির্বাচিত সভাপতি মারফত আলী (আফ্রিদী) উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান। সভাপতি নির্বাচিত হওয়ায় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম, মিরপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৬:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins