
| সোমবার, ১০ মে ২০২১ | প্রিন্ট
,ফরিদপুর জেলা প্রতিনিধি, মা দিবসে সারাদিন ফরিদপুর শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে প্রবীণদের সাথে সুখ-দুঃখ ভাগ করে নেন ফরিদুপুর জেলা শাখার ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ এসময় তারা প্রবীণদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার, ফরিদপুর সদর উপজেলা শাখার ও ফরিদপুর শহর শাখার ছাত্রলীগের অসখ্য নেত্রীবৃন্দ । বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজিদুল রশিদ চৌধুরীর রিয়ান জানান,জাতির পিতার ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা গরতে আমারা ফরিদপুর জেলার ছাত্রলীগ সদা প্রস্তুত। আজ আমারা বৃদ্ধাশ্রমে অবহেলিত মা বাবাদের সাথে দিন পালন করতাম। বৃদ্ধাশ্রমে অবহেলিত মা বাবাদের মুখে আমি যে আনন্দ দেখেছি সেটা ভাসায় প্রকাশ করতে পারব না। তাই আমি সকলের কাছে অনুরোধ করব কেউ জেন তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন দেশরত্ন শেখ হাসিনা যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখা।আজ আমারা সারাদিন টেপাখলা শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে বৃদ্ধা মা বাবাদের সাথে অতিবাহিত করেছি ও তাদের সুখ দুঃখ নিজেদের মধ্যে ভাগ করে নিতে চেষ্টা করেছি। আমি সকলের কাছে অনুরধ করব কেউ জেন তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়
Posted ২:২৮ অপরাহ্ণ | সোমবার, ১০ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।