| শনিবার, ১০ অক্টোবর ২০২০ | প্রিন্ট
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দত্তক দেয়া নবজাতককে বুদ্ধি প্রতিবন্ধী মা হাসিনা বেগমের কাছে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে দত্তক দেয়া নবজাতককে উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। শেষে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি, জেলা প্রশাসক আবু জাফর এর নির্দেশে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী মা হাসিনা বেগমের কোলে নবজাতককে ফিরিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।
এসময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পির পক্ষ থেকে অভাবের তাড়নায় দত্তক দেয়া বুদ্ধি প্রতিবন্ধী হাসিনা বেগমকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা, প্রতিবন্ধী ভাতা ও সরকারি বাসগৃহের ব্যবস্থা করে দেয়া হচ্ছে।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।