মোঃ নিজাম উদ্দিন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | শনিবার, ০৫ জুন ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর বাজারে গত শুক্রবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) ব্যবস্থাপনায় ১৫ শতাংশ জায়গার উপর ৪তলা বিশিষ্ট আধুনিক মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরস্থাপন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান। এসময় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার, একরামুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মো: রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সামসুজ্জামান খান মাসুমসহ স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নাছিরাবাদ গ্রামের কৃতিসন্তান, সাবেক ছাত্রনেতা ও প্রথম শ্রেনীর ঠিকাদার শামসুজ্জামান খান মাসুম মেঘনা নদী ঘেঁষা এই বাজারটিতে আধুনিকায়নের ছোঁয়া পেতে যাচ্ছে এলাকার সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে ১৫ শতাংশ জায়গা বাজারের ভবনের জন্য প্রদান করেন। এর ফলে নাছিরাবাদ, চরমানিকনগর, সাহেবনগর, শ্রীঘর, শাহবাজপুরের জনসাধারণ এর সুফল পাবেন। স্থানীয়রা জানান, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা নবীনগর উপজেলার মধ্যে মানিকনগরেই প্রথম শুরু হচ্ছে।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।