
রিপোর্টার খোরশেদ আলম | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ | পড়া হয়েছে 76 বার
মানিকগঞ্জ জেলার সদর থানা অফিসার ইনচার্জ জনাব আকবর আলী খান কয়েক মাস আগেই সদর থানার দায়িত্বপ্রাপ্ত হন । তিনি মাদক নির্মূল, সন্ত্রাস দমন , অস্ত্র উদ্ধার সহ সকল পারফরম্যান্স এর মাধ্যমে মানিকগঞ্জ জেলার মে মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। মে মাসের সকল পারফরম্যান্স অনুযায়ী মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব আকবর আলী খান এগিয়ে থাকেন এরই ধারাবাহিকতায় গত ০২/০৬/২০২১ তারিখে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দুপুর ২ ঘটিকায় মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব রিফাত রহমান শামীম (পিপিএম) মহোদয় মে মাসের পারফরম্যান্স অনুযায়ী তাকে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা করেন এবং তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন ।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলি খান জানান, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে. সৎ ভাবে চেষ্টা করেছি মানিকগঞ্জ কে সকল দিক থেকে নিরাপদ রাখতে ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা থাকবে ।
বাংলাদেশ সময়: ৩:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel