ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় সেলফি পরিবহনের ধাক্কায় অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছে।
শনিবার(২৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মহাদেবপুর বাস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে।
তথ্যটি নিশ্চিত করে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বলেন, পাটুরিয়া গামী সেলফি পরিবহনের একটি বাস মহাদেবপুর বাস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থাকা অটোরিক্সার পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও সহকারিকে আটক করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় একটি মামলা হবে বলে জানান তিনি।