রফিক খান, মানিকগঞ্জ প্রতিনিধি: | বুধবার, ২০ অক্টোবর ২০২১ | প্রিন্ট
২০ অক্টোবর।। প্রশাসনের বাঁধায় মানিকগঞ্জে ঈদ এ মিলাদুন্নবীর নির্ধারিত শোভাযাত্রা নিয়ে সড়ক প্রদক্ষিণ করতে পারেনি গড়পাড়া ইমাম বাড়ি দবরার শরীফ। এতে করে ভক্ত এবং মুরিদানদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বুধবার সকাল ১০টার দিকে গড়পাড়া ইমাম বাড়ি থেকে হাজার-হাজার ভক্তবৃন্দ নিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুছ স্বাগত র্যালীটি শহর প্রদক্ষিণ করার জন্য বের হয়। শহরে ঢুকতে জয়রা নামক এলাকায় পুলিশি বাঁধার মুখে পড়ে গড়পাড়া ইমাম বাড়ীর শোভাযাত্রাটি। এক পর্যায়ে পুলিশি বাঁধার মুখে ফিরে যেতে বাধ্য হয় তারা। এ সময় জীকির ও দোয়াদরুত পড়তে-পড়তে গড়পাড়া ইমাম বাড়ীর উদ্দ্যেশ্যে ফিরে যান মুরিদানরা। শোভাযাত্রা সম্পর্ণ না করতে পেরে ভক্তদের মধ্যে মিশ্র পতিক্রিয়ার সষ্টি হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া একাধিক অনুসারী জানান, শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতরে পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। মহানবীর স্বরণে আমরা গড়পাড়া ইমাম বাড়ীর মুরিদান সকলে একত্রিত হয়েছিলাম। শান্তিপূর্ণভাবে আমরা শোভাযাত্রা করছিলাম প্রশাসন আমাদের শোভাযাত্রায় বাধা দিয়ে ফিরিয়ে দিচ্ছে। এসময় তারা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। গড়পাড়া ইনাম বাড়ী কতৃপক্ষ জানায়, তাদের নির্ধারিত শোভাযাত্রাটি সকাল ১০টায় মানিকগঞ্জ বাসট্যান্ড থেকে শহর প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিল আয়োজন করার কথা ছিল। কিন্তু জেলা প্রশাসকের বাঁধার মুখে তারা শহরে প্রবেশ করতে পারে নি। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, তাদের শোভাযাত্রার অনুমতি বা নিষেধাজ্ঞা কোনটিই ছিল না। শুধু মিছিল নিয়ে বের হতে নিষিধ করেছি। রফিক খান
Posted ৫:২৮ অপরাহ্ণ | বুধবার, ২০ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।