রফিক খান, সংবাদ দাতা : | রবিবার, ১১ জুলাই ২০২১ | পড়া হয়েছে 186 বার
মানিকগঞ্জে গাঁজা রাখার দায়ে ২ জনকে ৬ মাসের কারাদন্ড
মানিকগঞ্জে গাঁজা রাখার দায়ে ২ জনকে ৬ মাসের কারাদন্ড, গত ১০ জুলাই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গাঁজাসহ দুইজনকে আটক করে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার (১০ জুলাই) রাত ১ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় দেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মো: সাইফুল ইসলাম।তিনি জানান, শনিবার দিবাগত রাতে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটকে রেখে প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী।পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৃত আফজাল হোসেনের ছেলে রাকিব (৩৫) এবং বাহাদুরপুর এলাকার জামাই মাসুদ (৪২) নামে দুই ব্যক্তিকে ৬ মাসের জেল ও ২’শত টাকা জরিমানা করা হয়। এ সময় সহায়তা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
বাংলাদেশ সময়: ৫:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel