বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিইও নঈম নিজাম, বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানসহ ১২সাংবাদিকের নামে চট্টগামে মিথ্যা মানহানির মামলার প্রতিবাদে ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বুধবার ঝিনাইদহ প্রেস ক্লাব চত্তরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য দেন ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান। সিনিয়র সাংবাদিক ও কালের কন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি সাইফুল মাবুদের পরিচালনায় এ সময় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল বিশ্বাস, দেলোয়ার কবির, সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আজাদ রহমান, আমার সংবাদ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি কে এম সালেহ, এস এ টিভি ও বনিক বার্তার ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, সাংবাদিক শামিমুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি শেখ রুহুল আমিন, ঝিনাইদহ প্রেস ক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি শাহানুর আলম, হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি এম সাইফুজ্জামান তাজু প্রমূখ ।