রুমাজ্জল হোসেন রুবেল | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ | পড়া হয়েছে 185 বার
রাজনীতি’ শব্দটি বহুল আলোচিত এবং সর্বমহলে পরিচিত। এটি সমাস সাধিত শব্দ। এর অর্থ হলো নীতির রাজা। রাজারনীতি নয়। সুতরাং সেদিক থেকে বলা যায়, রাজনীতি করার অধিকার কেবল তারই রয়েছে, যিনি নীতি রাজা হতে পারবেন। রাজনীতি মানুষের জন্য। মানুষের মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা) নিশ্চিত করা, সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা রাজনীতির অন্যতম শিক্ষা। রাজনীতির উদ্দেশ্য এ লক্ষ্য হতে হবে সমাজ, দেশ ও তাদের কল্যাণ সাধন। মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন, সৎ, যোগ্য, শিক্ষিত, আধুনিক তথা যুগোপযোগী, বিজ্ঞানমনস্ক ব্যক্তিরাই রাজনীতির অঙ্গনে থাকা উচিত। এমন একজন ব্যক্তি হলেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। দুস্থ, মুমূর্ষ, অসহায় আর সার্মথহীন রোগী ও জীবন যাপনে দৈনদশায় পতিত লোকদের অব্যাহতভাবে সাহায্যের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সারকারের শিল্পমন্ত্রী নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের এমপি এভিভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পুত্র গতানুগতিক মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার রাজনীতি করছেন। করোনাকালে নিয়মিত খাদ্য, ঔষধ সামগ্রী, নগদ অর্থ প্রদান করে মানুষের ভালবাসা অর্জন করেন তিনি। বেলাবো-মনোহরদীর অসংখা অসহায়, জটিল রোগে আক্রান্ত, পারিবারিক সমস্যায় জর্জরিতদের তিনি সাহায্যের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকতে এবং পরিবারের সবার মাঝে সুস্থ, সুন্দর মানুষ হিসেবে থাকতে অবদান রাখেন। মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের লাগিবাড়ি শ্রবণ প্রতিবন্ধী বুরু মিয়া দূর্ঘটনায় মারাত্মক আহত হলে তার চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে সহ একটি পরিবারকে বাচিঁয়ে দেন তিনি। বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়ন বাসী সোহেল কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেলে তার ফুটফুটে এতিম দুটি মেয়ের শিক্ষা, ভরনপোষণ সহ সার্বিক দায়িত্ব নেন তিনি। দুর্ঘটনায় আহত বড়চাপা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নেন । মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের কাহেতেরগাঁও গ্রামের করোনা আক্রান্ত
আল-আমিনের চিকিৎসার বিশাল ব্যায়ভার নিজের কাঁধে নেন মন্ত্রী পুত্র। এই মানবিক নেতা মনোহরদী উপজেলার গার্মেন্টস কর্মী কাইয়ুম মানের চিকিৎসার দায়িত্ব নেন। মনোহরদীর প্রতিবন্ধী ফারুক মিয়ার ভাতিজী তমার চিকিৎসার দায়িত্ব নেন এবং
তার সমস্ত ব্যয়ভার বহন করেন। সন্ত্রাসী ধারা আক্রান্ত মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে ছাত্রলীগের আহবায়ক মারাত্মক আহত হলে ও তার চক্ষু ক্ষতি হলে মন্ত্রীপুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী নিজ কাধে তার চিকিৎসার ব্যয়ভার তুলে নেন। বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের চগমখোলা গ্রামের শাহিন মিয়া ঢাকার উত্তরায় দালালদের খপ্পরে পরে সবকিছু হারালে তিনি স্টোক করেন, এ অবস্থায় তাকে চিকিৎসা ও আর্থিক সহায়তা দানের মাধ্যমে বাচিঁয়ে দেন তাকে ও আর পরিবারকে। বেলবো উপজেলা পাটুলী ইউনিয়নের জাহেদ আলী মেম্বারের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন ও সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন, কিন্তু মরণঘাতি করোনা তাকে বাঁচতে দেয়নি। এমন হাজারো মানবিক সহায়তায় মাধ্যমে তিনি আজ বেলাবো মনোহরদী বাসীর নিকট মানবিক নেতা হিসেবে পরিগনিত হয়েছে। তার তুলনা তিনি নিজেই। মানুষের জন্য নিরন্তন ছুটে চলছেন তিনি। তার এই মানবতার কল্যান আর নমনীয় আচরণ তাকে করেছে অন্যন্য। এভাবেই তিনি বেলাবো মনোহরদী সর্বস্তরের মানুষের পাশে থেকে নিরবে কাজ করে যাচ্ছে। মানব সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী
বাংলাদেশ সময়: ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel