• শিরোনাম

    মানবতার ফেরিওয়াল মোঃ ওমর আলি সজিব 

    রিপোটার খোরশেদ আলম | সোমবার, ১০ মে ২০২১ | পড়া হয়েছে 302 বার

    মানবতার ফেরিওয়াল মোঃ ওমর আলি সজিব 

    apps
    আশুলিয়ার থানা ধামসোনা ইউনিয়ন ডিইপিজেডের সম্মুকে অবস্থিত হাসেম প্লাজার মালিক বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মরহুম আবুল হাশেম সাহেবের গর্বিত সন্তান, আশুলিয়া ধামসোনা ইউনিয়নের ভাদাইলের সমাজ সেবক, তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সারাজীবন  পাশে থাকতে চায়।তিনি  আশুলিয়া থানা যুবলীগের সদস্য।
    মোঃ ওমর আলী সজীব, পবিত্র ঈদুল ফিতরের আগাম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাসীকে।
    ওমর আলী সজীব আদর্শে অবিচল   তিনি বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা আর দেশের রপ্তানির রাজধানী আশুলিয়ার ভাদাইল ৬নং ওয়ার্ডে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পোষাক শিল্পের শ্রমিক, আমার এলাকায় বসবাসকারী কারী লাখো মানুষ আমি সকলের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক।
    তিনি বলেন আমি আগামী নির্বাচনে ৬নং ওয়ার্ড প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করবো, তিনি আরো বলেন নির্বাচনে আমি জয়যুক্ত হলে সমাজের যেখানেই দূর্ণীতি অনিয়ম অশিক্ষা, ঠিক সেখানেই আমার সেবা দিয়ে সমাজ কে সুন্দর করবো ইনশাআল্লাহ্ তরুণ এই মেম্বার প্রার্থী সব সময় ভাদাইলবাসী সহ ৬নং ওয়ার্ড বাসীর জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তার গুনের কথা বলে শেষ করার মত নয়,তার কাছে ধনী গরীব বলে কোন ভেদাভেদ নেই, তার কাছে হাত বাড়িয়ে ফিরে এসেছে এমন নজির নাই বললেই চলে তিনি শিল্পী জগতের কণ্ঠ শিল্পী হিসেবেও বেশ সুপরিচিত এবং সংস্কৃতি মনা একজন ব্যক্তিত্ব, তিনি অনেক সুন্দর সুন্দর কবিতার বই ও লিখেছেন এ সবের পরেও আশুলিয়া ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড এর সাধারণ মানুষ তাকে মেম্বার হিসাবে দেখতে চায়, তাই ভাদাইল ও ৬নং ওয়ার্ড বাসীর ভালো বাসায় সিক্ত হয়ে তিনি মেম্বার পদ প্রার্থী হিসাবে নির্বাচন করে বিজয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে সকলের সুপরামর্শ নিয়ে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি,ইভটিজিং,কিশোরগ্যাং মুক্ত একটি আধুনিক ওয়ার্ড হিসেবে রুপান্তরিত করতে সকলের দোওয়া সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের জনগণ। কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ৬নং ওয়ার্ডের জনগণ এমন অভিযোগ স্থানীয়দের। তারই ফলশ্রুতিতেই মোঃ ওমর আলী সজীবকে বেছে নিয়েছেন স্থানীয়রা। স্থানীয় ৬নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন আমরা এতদিনে একজন আকাংখার মানুষকে আমাদের মাঝে পেয়েছি আমরা সকলে মিলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবো, আমরা এলাকাবাসীসহ ভাড়াটিয়ারাও অনেকভাবে নির্যাতিত নিপিড়ীত হয়েছি তাই সুযোগ এসেছে ঘুরে দারাবার, আমাদের সুখে দুঃখে পাশে পাবো মোঃ ওমর আলী সজীব খুবই বিনয়ী একটি যুবক। তার দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব।
     নির্বাচনে ৬নং ওয়ার্ড হতে বিপুল ভোটে মোঃ ওমর আলী সজীব কে নির্বাচিত করতে চাই। অনুসন্ধানে জানা গেছে, তিনি ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। পরোপকারী গরিবের ব্যাথায় ব্যাথিত বলে জানা গেছে। যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর আলী সজীব বলেন, আমি বঙ্গবন্ধু কে অনুসরণ ও আদর্শের রাজনীতি করি৷ তিনি আরো বলেন, করোনাভাইরাসে দেশের ক্রান্তিলগ্নে হত-দরিদ্র কর্মহীন পরিবারের পাশে থেকে উপহার সামগ্রীর সহযোগিতা করে আসছি। আমি জনগণের সহযোগিতা নিয়ে জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই।

    বাংলাদেশ সময়: ২:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১০ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ