
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাজিবাজার গ্যাস ফিল্ড এলাকা ঢাকা-সিলেট মহাসড়কে ডায়না ট্রাক ও মাইক্রোবাস এর ধাক্কায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে বৃহস্পতিবার (১২-জানুয়ারি) ভোরে উপজেলার শাহাজিবাজার মানিকপুর গ্যাস ফিল্ড ঢাকা সিলেট মহাসড়ক এ দুর্ঘটনাটি ঘটে সড়ক দুর্ঘটনায় আব্দুল মালেক (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন, নিহত আব্দুল মালেক শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখোলা গ্রামের।
শুকুর আলী পুত্র শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেটমুখী ছোট ডায়না ট্রাক কে সিলেট মুখী নোয়া মাইকো পিছন থেকে ধাক্কার দেয় মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয় এবং আব্দুল মালেক হবিগঞ্জে সদর হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনায় কবলিত গাড়ি দুইটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
Posted ৮:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।