• শিরোনাম

    মাধবপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান ও বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী

    লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 30 বার

    মাধবপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান ও বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী

    apps

    হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘ প্রতিক্ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে শনিবার (৩১-ডিসেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে স্টেডিয়ামের নির্মান কাজের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ মোঃ সেলিম ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়।
    আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী প্রমুখ। পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,আওয়ামী লীগ ও এর অংগসংগঠনসমুহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,সাংবাদিক সহ সর্বস্তরের লোকজন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এর আগে স্বাগত বক্তব্য প্রদান করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।

    বিষয় :

    বাংলাদেশ সময়: ৮:৪৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ