| বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সৈয়দুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ১০/০২/২২ , মাধবদী থানাধীন কোতয়ালীরচর বিলপাড় জনৈক আনিছ সাহেবের পরিত্যাক্ত এম.বি.সি. ব্রিক ফিল্ডের ভিতরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সৈয়দুজ্জামান সঙ্গীয় ফোর্স এসআই(নিরস্ত্র)/এম. নঈমুল ইসলাম মোস্তাক, এএসআই(নিরস্ত্র)/হারেছ মিয়া, এএসআই(নিরস্ত্র)/রুবেল মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জনের একটি ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ০২ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন এবং ডাকাত ইয়াকুব তার হাতে থাকা পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। উক্ত সময় মাধবদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সৈয়দুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্সসহ ঝুঁকি নিয়ে ঘটনাস্থল হতে ১। মোঃ ইয়াকুব আলী (৪০), পিতা-মোঃ রমিজ উদ্দিন, সাং-ছোট বালাপুর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ২। আইনুল হক(২৪), পিতা-মফিজ উদ্দিন, সাং-পরাবর্র্দী, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ, ৩। মোঃ মতিন মিয়া (৩২), পিতা-মনসুর আলী, সাং-ভলবদ্রদী, ৪। মোঃ হাসান আলী (২২), পিতা-আলাউদ্দিন, সাং-শ্যামরাকান্দি, উভয় থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৫। মোঃ ইয়াকুব (১৯), পিতা-মৃত জলিল মিয়া, সাং-বালিয়াপাড়া, ৬। মোঃ রনি ভূইয়া (২৬), পিতা-রশিদ ভূইয়া, সাং-নয়নাবাদ, ৭। মোঃ শরীফুল ইসলাম (২৬), পিতা-মৃত চেরাগ আলী, সাং-নয়নাবাদ, ৮। মোঃ আল আমিন (২৩), পিতা-মৃত আঃ রহিম, সাং-বালিয়াপাড়া, সর্ব থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জদের গ্রেফতার করেন। ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত ডাকাত ১। মোঃ ইয়াকুব আলী (৪০) এর ডান হাতে থাকা ০১(এক)টি বিদেশী পিস্তল ও ০৪(চার) রাউন্ড গুলি এবং মোট ৩০০ (তিনশত) পিছ ইয়াবা ট্যাবলেট এবং বোমা তৈরীর প্রচুর পরিমান সরঞ্জামাদী, ২। আইনুল হক এর নিকট থেকে ০৩টি অবিস্ফোরিত ককটেল, ৩। মোঃ মতিন মিয়া এর নিকট হতে ০১(এক)টি লোহার হাতুরী, ৪। মোঃ হাসান আলী এর নিকট হতে ০১(এক)টি দা, ৫। মোঃ ইয়াকুব (১৯) এর নিকট হতে ০১(এক)টি দা, ৬। মোঃ রনি ভূইয়া এর নিকট হতে ০১(এক)টি দা, ৭। মোঃ শরীফুল ইসলাম এর নিকট হতে ০১(এক)টি দা, এবং ধৃত ডাকাত ৮। মোঃ আল আমিন এর নিকট হতে ০১(এক)টি লোহার রড ছাড়াও ঘটনাস্থল হতে ডাকাতি কাজের উদ্দেশ্যে আনা ০১(এক) টি পিকআপ ও ০১(এক)টি সিএনজি ১০/০২/২০২২ তারিখ রাত ০২:৪৫ ঘটিকার সময় উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সকল ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত ইয়াকুব এর বিরুদ্ধে ১৩টি পরোয়ানা মূলতবি সহ বিভিন্ন থানায় ১৩টি ডাকাতি মামলা রয়েছে এবং অন্যান্য ডাকাতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উদ্ধারকৃত আলামতের বর্ণনা-
১. একটি বিদেশী পিস্তল ও ৪(চার) রাউন্ড গুলি।
২. ০৩(তিন) অবিস্ফোরিত ককটেল।
৩. বোমা তৈরীর প্রচুর পরিমান সরঞ্জামাদী।
৪. ০৪(চার) দা।
৫. ০১(এক) টি লোহার রড।
৬. ০১(এক)টি হাতুড়ি।
৭. ০১(এক)টি পিকআপ।
৮. ০১(এক)টি সিএনজি।
৯. ৩০০ পিস ইয়াবা।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।