| বুধবার, ০৪ আগস্ট ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে মাধবদী থানার বথুয়াদি খালপাড় কবরস্থানের পাশের বটতলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো মাধবদীর বিরিকান্দী গ্রামের আ: মতিনের ছেলে ডাকাত সর্দার ইব্রাহিম (৩৫), আড়াইহাজারের পাঁচবাড়িয়া গ্রামের কালু মিয়ার ছেলে রনি ওরফে ওয়াহেদ (৪০), ব্রাক্ষণ ডৌকাদী গ্রামের আব্দুল বাতেনের ছেলে আনোয়ার হোসেন (৪০), চাঁনগাও উত্তরপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে আল আমিন (২৪)।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইব্রাহিম সহ ৪ জনকে আটক করে মাধবদী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি ককটেল, ১টি রাম দা, ১টি ছোড়া ও ১টি কাটার উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবদীসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।