| বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০ | প্রিন্ট
আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর থেকে : মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদারীপুর সিভিল সার্জনের আয়োজনে, অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ডা. এস এম খলিলুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলার কর্র্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কর্মশালায় শিশুদের ভিটামিন এর অভাবে কি কি সমস্যা হয় ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে প্রজেক্টারে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মা ও শিশু স্বাস্থের সার্বিক তথ্য সম্পর্কে পরিসংক্ষান বিবি, রিয়াজ আহম্মেদ সকলকে অবহিত করেন।
প্রেস ব্রিফিংয়ে আগামী রবিবার (০৪ অক্টোবর) থেকে ১৭ অক্টোবটর পর্যন্ত সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত জেলার সকল উপজেলায় ও পৌরসভায়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন ডা. মোঃ শফিকুল ইসলাম বলেন, জেলার একটি শিশুও যেন এই ক্যাপসুল খাওয়ার বাকি না থাকে তার জন্য সকলের সহযোগীতায় সার্বিক প্রচারনা চালানো হবে।
Posted ১২:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।